শিরোনাম
চরভদ্রাসন ফরিদপুরে জাটকা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড
বিস্তারিত
অদ্য ১২.০৪.২০২৫
সময়: সকাল ১১:০০- ৩:০০ ঘটিকা
রোজ: শনিবার
স্থান: পদ্মা নদী, চরভদ্রাসন
""জাটকা সংরক্ষণ সপ্তাহ - ২০২৫ (৫ম দিন)""
"জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে"
জেলা মৎস্য কর্মকর্তা, ফরিদপুর কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার মহোদয়ের নেতৃত্বে জনাব নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মৎস্য কর্মকর্তা, চরভদ্রাসন, ফরিদপুর কর্তৃক পদ্মা নদীতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয় এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলো।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব নিশাত ফারাবী, সহকারী কমিশনার (ভূমি), চরভদ্রাসন, ফরিদপুর। এবং বাংলাদেশ পুলিশের একটি চৌকস টিম উক্ত মোবাইল কোর্ট/ অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলো।
উক্ত অভিযানে ১৫ টি জাটকা ধরার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয় যা আনুমানিক ৫ হাজার মিটার, ১ টি ১০০০ মিটারের বেড়জাল এবং ২৭ কেজি মাছ জব্দ করা হয় এবং ৪ জন আসামি ধরা হয়। উক্ত নিষিদ্ধ জাল গুলো বিধিমোতাবেক বিনষ্ট করা হয়। এবং ৪ জন আসামিদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এবং মাছগুলো যথাক্রমে হাজীডাঙ্গী মাদ্রাসাতে ১৫ কেজি ও বাদোল্লা মাতোব্বর মাদ্রাসাতে ১২ কেজি বন্টন করা হয়।