Wellcome to National Portal

মা ইলিশ ধরবো না-দেশের ক্ষতি করবো না

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

-সড়ক পথে-

 

১। ফরিদপুর পুরানো/নতুন বাসস্ট্যান্ড হতে ইজিবাইক/রিক্সায় সুপার মার্কেট বা টেপাখোলা নামতে হবে। সেখান থেকে ইজিবাইক/মাহিন্দ্র/লেগুনা (১ঘন্টা) যোগে চরভদ্রাসন উপজেলা স্ট্যান্ডে নামতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে ভূবনেশ্বর নদীর তীরে, চরভদ্রাসন-সদরপুর উপজেলা সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ ভবনের নিচ তলায় উপজেলা মৎস্য অফিস।

 

২। পুকুরিয়া থেকে ইজিবাইক/লেগুনা যোগে সদরপুর নামতে হবে। সেখান থেকে ইজিবাইক/লেগুনা যোগে চরভদ্রাসন উপজেলা স্ট্যান্ডের আগেই ভূবনেশ্বর নদীর তীরে, চরভদ্রাসন-সদরপুর উপজেলা সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ ভবনের নিচ তলায় উপজেলা মৎস্য অফিস।

-নৌ পথে-

 

১। ঢাকার গুলিস্তান গোলাপ শাহের মাজার থেকে বাস যোগে অথবা মেহাম্মদপুর বসিলা ব্রীজের সামনে থেকে সিএনজি/অটোরিক্সা যোগে চরমৈনট ঘাটে আসতে হবে। এরপর ট্রলারে (১ঘন্টা) বা স্পিডবোটে (১৫মিনিট) গোপালপুর ঘাটে নেমে রিক্সায়/লেগুনায় চরভদ্রাসন উপজেলা স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে পায়ে হেঁটে ভূবনেশ্বর নদীর তীরে, চরভদ্রাসন-সদরপুর উপজেলা সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ ভবনের নিচ তলায় উপজেলা মৎস্য অফিস।

কারেন্ট জালে ধরলে মাছ, দেশের হবে সর্বনাশ।