Wellcome to National Portal

মা ইলিশ ধরবো না-দেশের ক্ষতি করবো না

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত
বিস্তারিত

ফরিদপুরে মা ইলিশ রক্ষায় জেলেরা অঙ্গীকারবদ্ধ। 

তারিখ: ১১/১০/২০২৩ খ্রি.

স্থান : চরভদ্রাসন হাজীগঞ্জ নদীর পাড়।

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ জেলে পল্লীতে মা ইলিশ রক্ষায় এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা ফরিদপুর। গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী মহোদয়ের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন  উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ফরিদপুর জেলার সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জুয়েল রানা, চরভদ্রাসন উপজেলার ক্ষেত্র সহকারী মোহাম্মদ শামীম হোসেন, গাজীরটেক ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত জেলে প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং  ফরিদপুর ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব মোঃ আক্তার হোসেন। প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য সকল বক্তারা জেলেদেরকে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন একটু কষ্ট করে হলেও ধৈর্য ধারণ করে মা ইলিশ রক্ষা করার অনুরোধ জানান। এ সময় প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মা ইলিশ রক্ষায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন মানবিক পদক্ষেপের কথাও উল্লেখ করেন। উপস্থিত জেলেরা বক্তাদের কথার সাথে একমত পোষণ করে হাত উঁচু করে এই ২২ দিন ইলিশ আহরণ, মজুদ, বাজারজাতকরণ, পরিবহন, ক্রয়- বিক্রয় ও বিনিময় করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/10/2023
আর্কাইভ তারিখ
16/05/2024

কারেন্ট জালে ধরলে মাছ, দেশের হবে সর্বনাশ।